নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাল পাসপোর্ট ও ইয়াবাসহ আরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার খাঁপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আরিফুল একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোমিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
এসময় তার বাড়ি হতে চার পিচ ইয়াবা ট্যাবলেট, পাঁচটি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, চারটি ক্রেডিট কার্ড, তিনটি বিনা রেজিস্ট্রার্ড সীম কার্ড, বিভিন্ন দেশি বিদেশি আইডি কার্ড, ভুয়া বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট তৈরির কাগজ পত্রের বিভিন্ন ফটোকপি উদ্ধার করা হয়।
এঘটনায় আসামির বিরুদ্ধে পাসপোর্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.