লালপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় শাহীন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রামে আদিবাসী পাহাড়ি সম্প্রদায়ের ওই কিশোরী বাড়ির পাশে ভুট্টার জমিতে ঘাস কাটতে গেলে তাকে ধর্ষণ করে ওই যুবক।
পরে মেয়ের বাবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ওই মেয়েকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে শাহীন নামে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, এঘটনায় ভুক্তভোগীর বাবা পটল বিশ্বাস বাদী হয়ে গত রাতেই লালপুর থানায় শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.