লালপুরে ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা, অভিযান বন্ধের দাবিতে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
বুধবার দুপুরে ওই ইটভাটায় অভিযান চালানো হয়। এদিকে ইটভাটায় অভিযানের খবর ছড়িয়ে পড়লে অন্য ইটভাটার মালিক ও শ্রমিকরা অভিযান বন্ধের দাবিতে লালপুর-বাঘা সড়কের রামকৃষ্ণপুর মোড়ে সড়ক অবরোধ করেন।
এতে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। আর তীব্র যানজোটের সৃষ্টি হয়।
পরে অভিযান স্থগিতের কথা শুনতে পেয়ে অবরোধ স্থগিত করেন ইটভাটার শ্রমিকরা। এবিষয়ে নাটোরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন,জনবল সংক্টের কারণে অভিযান স্থগিত করা হয়েছে।
তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.