লামায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৫টি দোকান

 

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় ভয়াবহ আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ এপ্রিল) উপজেলা শহরের জনতা ব্যাংক গলিতে রাত ১টা দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন বিটিসি নিউজকে জানান, করিমুল মোস্তফার চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৫টি দোকান পুড়েছে।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী রহমান বলেন,দোকানে প্রায় আড়াই লাখ টাকার বেশি অর্ডারি ফার্নিচার ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোনো ফার্নিচার রক্ষা করা সম্ভাব হয়নি।
আরেক ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী আলাউদ্দিন ও স্থানীয় শাহারাজ, হারুনসহ অনেকে জানান, চা দোকানের ভুষির চুলা থেকে আগুনের সূত্রপাত। লামা পৌর মেয়র জহিরুল ইসলাম জানান,রবিবার সকালে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও চাল সহায়তা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.