লক্ষ্মীপুরে মন্দির সুরক্ষায় তৎপর এলাকাবাসী ও সেনাবাহিনী

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট এড়াতে তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী ও এলাকাবাসী।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে মেজর সানজিদের নেতৃত্বে সেনা সদস্যরা শহরের কালি বাড়ি, ইসকন মন্দির, শ্যাম সুন্দর জিউ আখড়াসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের পুরোহিত ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।
এ ছাড়াও রাত জেগে এলাকা ও মন্দিরগুলো পাহারা দিচ্ছেন স্থানীয়রা।
সেনাবাহিনীর মেজর সানজিদ সাংবাদিকদের জানান, জনগণের জান-মালের নিরাপত্তাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবসময় জনগণের পাশে আছি।
সেনাবাহিনীর এমন তৎপরতায় লক্ষ্মীপুরে জনসাধারণের মাঝে স্বস্তির আশ্বাস মিলেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.