র‌্যাব-৫ এর অভিযান অস্ত্রের বড় চালানসহ অস্ত্র ব্যবসায়ী আটক-১

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প অভিযান চালিয়ে অবৈধ্য অস্ত্রের বড় চালানসহ ১জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের উপর ভিত্তি করে র‌্যাব-৫, রাজশাহী মঙ্গলবার সকাল সাড়ে ৪টায় রাজশাহীর বাঘা থানার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ ওয়ান শুটারগান, ১ মোবাইল, ২ টি সীমকার্ডসহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ঈশ্বরদী থানার পাঁকশী (গার্ড ব্যাংক পাড়ার) মোঃ আইনুল ব্যাপারীর ছেলে মোঃ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬) কে গ্রেফতার করেছে।
র‌্যাব-৫ রাজশাহী জানান সামপ্রতিকালে উত্তরবঙ্গে এটিই অবৈধ্য অস্ত্রে সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহীর বাঘা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে র‌্যাব-৫ প্রেস ব্রিফিংয়ে জানান
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.