বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ঘরের মেঝেতে বিশেষ কায়দায় বানানো গোপন কক্ষে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ বোতল জাত দেশীয় মদসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যর।
আটক মহিলা ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার চৌধুরী টোলা গ্রামের মৃত দুলু মন্ডল এর স্ত্রী মোছাঃ শাহানা খাতুন (৪০)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌধুরীটোলা গ্রামের মোছাঃ শাহানার বসত বাড়ীতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এসময় ঘরের মেঝেতে বিশেষ কায়দায় বানানো গোপন কক্ষে লুকানো অবস্থায় ১৪২ বোতল (৪৯ লিটার ৭০০ মিঃ লিঃ) বোতল জাত দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী শাহানা খাতুন কে হাতেনাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তী তার বাসা তল্লাশী করলে ঘরের পাকা মেঝেতে বিশেষ কায়দায় বানানো একটি গোপন কক্ষ পাওয়া যায়। সে কক্ষ থেকে বিপুল পরিমাণ বোতল জাত দেশীয় মদ আটক করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এই কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রয় করা হতো।
উল্লেখ্য,তার নামে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.