র‍্যাবের অভিযানে ৪২ কেজি ৫০০ শত গ্রাম গাঁজাসহ আটক-২

বিশেষ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ঘোষনগর এলাকা থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম কে আটক করেছে র‌্যাব-৫।
শনিবার( ১৩ এপ্রিল)  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল  পত্নীতলা থানাধীন ঘোষনগর এলাকায় অভিযান পরিচালনা করে  সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ঘোষনগর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) মৃত মোজাফফর মিয়ার মেয়ে  মোছাঃ মনোয়ারা বেগম (৫০) কে আটক করেছে। এঘটনায়  একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে  মোঃ বকুল হোসেন (৪৪) ও  মোঃ আবু সাঈদ (৩৫) পলাতক রয়েছে।
সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মোহাম্মদ আলী ও মনোয়ারা‘র বসত বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বসত বাড়িতে মজুদ রেখে পলাতক আসামী বকুল ও সাঈদ এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্ররণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি নিরেন দাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.