র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদসহ গ্রেফতার-৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ প্রস্ততকালে ১২২০ লিটার চোলাইমদ সহ ৫ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার নাচোল উপজেলার দিঘীপাড়ার শ্রী সুফল টুডু’র ছেলে শ্রী পরেশ টুডু (৩২), জোবেন কবিন গ্রামের শ্রী সুধীর পাহান এর ছেলে শ্রী গনেশ পাহান (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জলাহার গ্রামের শ্রী বিশ্বনাথ মুরমু’র ছেলে শ্রী রুপেন মুরমু (৪০), নাধাইকৃষ্ণপুরের মৃত মদন মুরালীর ছেলে শ্রী অজিত মুরালী (২৫) এবং দেলবাড়ী গ্রামের মৃত বুধরাই টুডু’র ছেলে শ্রী সুনিল টুডু (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদে ২৮ এপ্রিল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নিজামপুর ইউনিয়নের দিঘীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে শ্রী পরেশ টুডু, শ্রী গনেশ পাহান, শ্রী রুপেন মুরমু, শ্রী অজিত মুরালী, শ্রী সুনিল টুডু কে ১ হাজার ২২০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ এবং মদ তৈরীল বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.