রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের জয়সূচক গোলটি এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে। এ জয়ে জার্মানিকে বিদায় করে আসরের ফাইনালে উঠেছে পর্তুগাল।
৪০ বছর বয়সে এখনও সমানতালে গোল করে যাচ্ছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৯ ম্যাচে এটি তার ১৩৭ তম গোল। ৬৮ মিনিটে তার গোলই ম্যাচে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ১৮ দেখায় মাত্র দ্বিতীয়বারের মত জার্মানদের হারাতে পারল পর্তুগীজরা।
ঘরের মাঠে সেমিফাইনালে নেমে প্রথম আক্রমণের শুরু করে জার্মানি। আক্রমণ ও বল দখলের লড়াইয়ে জার্মানি এগিয়ে থাকলেও সমানতালে লড়ছিল পর্তুগাল। তবে দুদল বেশ কিছু সুযোগ পেলেও প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে নেমেই গোলের দেখা পায় স্বাগতিকেরা। ৪৮ মিনিটে হেডে দারুণ এক গোল করেন ফ্লোরিয়ান রিটজ, ম্যাচে প্রথমবার ১-০ এগিয়ে যায় জার্মানি। পর্তুগাল প্রতিক্রিয়া দেখাতে সময় নেয়। ৬৩ মিনিটে ফ্রান্সিসকো কনসেসাওয়ের একক নৈপুণ্যের গোলে সমতায় আসে পর্তুগাল।
পাঁচ মিনিট পর আবারও পর্তুগালের গোল। এবার মার্টিনেজের শিষ্যদের এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী অধিনায়ক রোনালদো। ২-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.