রোজার সময় সেক্সি বা খোলামেলা পোশাক পরায় ৩৯ নারীকে চপেটাঘাত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কগত রবিবার মালয়েশিয়ার উত্তর-পূর্বের কেলানতান রাজ্যে রোজার সময় সেক্সি বা খোলামেলা পোশাক পরে বাইরে বেরোনোর অপরাধে ৩৯ জন নারীকে চপেটাঘাত করা হয়েছে।

মালয়েশিয়ার ইসলাম বিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) এ শাস্তি প্রদান করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানান।

মালয়েশিয়ার ইসলাম বিষয়ক ও ধর্ম বিভাগ (জাহেক) সহকারী প্রধান পরিচালক (শরিয়াহ ও আইন বিভাগ) মোহাম্মদ ফাদজুলি জেইন বলেন,  নোটিস করার ৯ ঘণ্টার অভিযান চালানো হয়। এ সময় ওই নারীদের চপেটাঘাত করা হয়।

তিনি বলেন, জাহেক, কোটা বারু সিটি করপোরেশন, সমাজকল্যাণ বিভাগ ও পুলিশের ৭০ সদস্য সকাল ১০টায় বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত ৭ টা পর্যন্ত চলে।

দেশটির বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরও বলেন, অভিযানকালে চপেটাঘাতের পর ওই ৩৯ নারীকে কাউন্সেলিং করা হয়। এ সময় আরও আট নারীকে জনসম্মুখে আবেদনময়ী পোশাক না পরার আইন সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে।

এছাড়া অভিযানের সময় রোজা না রাখা দুই ব্যক্তিকে একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয় বলে জানান তিনি।

ফাদজুলি আরও জানান, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.