রংপুর প্রতিনিধি:রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র কর্মকর্তা-কর্মচারীদের লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনের সিন্ডিকেট কক্ষে চলে সভা।
এতে ১০ সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।
পরে প্রেস ব্রিফিংয়ে উপাচার্য জানান ক্যাম্পাসের সকল অংশিজনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কথা।
এছাড়াও সিদ্ধান্ত হয় আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনার বিষয়েও।
তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে ওই ঘটনয় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান এবং আসাদুজ্জামান মন্ডল, সহকারি রেজিষ্টার রাফিউল ইসলাম রাসেল, ভান্ডার কর্মকর্তা হাফিজুর রহমান তুফানসহ ৭ কর্মকর্তা এবং ৭২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলার সিদ্ধান্ত হয়।
এছাড়াও ক্যাম্পাসে অনুপস্থিত শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে তাদের ছুটির আবেদন না মঞ্জুর করে সাময়িক বরখাস্ত এবং বেতনকর্তনের সিদ্ধান্তও হয়।
ব্রিফিংয়ে উপাচার্য ড. শওকাত নিয়োগে অনিয়মের অভিযোগ থাকায় বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, ইতিহাস বিভাগের শিক্ষক মো: ইউসুফ এবং গণিত বিভাগের শিক্ষক আইরিনের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠনের কথা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.