কলকাতা (ভারত) প্রতিনিধি: দীর্ঘ করোনা পরিস্থিতিতে রেলে বন্ধ ছিল রান্না করা খাবার। আবার ফিরতে চলেছে আগের মতোই দূরপাল্লার ট্রেনগুলিতে। এর জন্য আগের মতই টিকিটের সাথে খাবারের দাম জুড়ে দেওয়া হবে।
রাজধানী, শতাব্দী, দূরন্ত, বন্দে ভারত ও তেজসের মত গতিমান ট্রেনের যাত্রীদের কথা মাথায় রেখে এই নির্দেশ জারি করেছে রেল বোর্ড।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে আইআরসিটিসি জানিয়ে দেবে সংশ্লিষ্ট জোনগুলিকে কবে থেকে রান্না করা খাবার পরিবেশন হবে সেই মতো টিকিটের দামে তা জুড়ে যাবে। নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে প্রিপেড ফুডের বিকল্পও বেছে নেওয়া যাবে। যদি কেউ বিকল্প না বাছেন তাঁদের জন্য চলন্ত ট্রেনে চাহিদা মত খাবার বিক্রির ব্যবস্থা থাকবে। অন বোর্ড রেলওয়ে কর্মীরা এজন্য টাকা সংগ্রহ করবেন বলে জানিয়েছে রেল মন্ত্রক।
এস এম এস বা ইমেলের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে খাবার পরিবেশনের তথ্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.