সামাজিক কার্যক্রমচট্টগ্রামব্রেকিং নিউজ রেজাউল আলী জসিম চৌধুরীর সাথে ফটিকছড়ি উপজেলা “ক, খ, গ, ঘ” জোনের সাংগঠনিক সংলাপ By বার্তা কক্ষ On জুন ২০, ২০২৫ Share চট্টগ্রাম ব্যুরো: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর সাথে ফটিকছড়ি উপজেলা “ক, খ, গ, ঘ” জোনের সাংগঠনিক সমন্বয়কারীদের আসন্ন “সাংগঠনিক সংলাপ”-এর মতবিনিময় চট্টগ্রাম নাসিরাবাদস্থ সৈয়দ সেভেন স্কয়ার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, যথাক্রমে ‘ক’ জোনের মাস্টার দিদারুল আলম, মো. আলমগীর আলম, মাস্টার মো. মনির উদ্দিন খোরশেদ, মো. আলাউদ্দিন, ‘খ’ জোনের মাস্টার মো. আহমদ হোসেন। ‘গ’ জোনের মাস্টার কবির আহমেদ, মো. নুরুল হুদা, মো. আলী নেওয়াজ, আনিস উদ্দিন সোহেল। ‘ঘ’ জোনের মাস্টার মো. নাসির উদ্দীন, মাস্টার মো. আজিম উদ্দিন ও মো. আখতারুজ্জামান চৌধুরী বাবর। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.