বিটিসি বিনোদন ডেস্ক: প্রতিবছরই বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের দিকে নজর থাকে সংগীতশিল্পী থেকে শুরু করে সংগীতপ্রেমীদের। কার হাতে উঠবে পুরস্কার তা নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
তবে এবারের আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করে তাদের সেই জল্পনা কিছুটা হলেও কমিয়ে দিলো দ্য রেকর্ডিং অ্যাকাডেমি। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরে হাফ ডজন মনোনয়ন পেয়েছেন মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট। তবে তিনি একা নন, তার দলে রয়েছেন জ্যাক অ্যান্তোনফ, জন বাতিস্তে, বয়জিনিয়াস, ব্র্যান্ডি ক্লার্ক, মাইলি সাইরাস, বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগোর মতো তারকারা।
জানা গেছে, টেইলর সুইফটের অ্যালবাম ‘মিডনাইটস’ লড়বে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে। তিনি যদি জিতে যান তাহলে তিনিই হবেন প্রথম পারফর্মিং আর্টিস্ট, যিনি হবেন এই ক্যাটাগরিতে ৪ বার পুরস্কার জয়ী। টেইলর সুইফটের সিঙ্গেল হিট ‘অ্যান্টি হিরো’ও মনোনয়ন পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে।
এদিকে এবারের আসরে আমেরিকান র্যাপার, গায়িকা এবং গীতিকার এসজেডএ (সোলানা ইমানি রো) ৯টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন। এসজেডএ-এর পরেই মনোনয়নের দিক থেকে এগিয়ে আছেন ফোবি ব্রিজার্স, ইঞ্জিনিয়ার সারবান ঘেনিয়া ও ভিক্টোরিয়া মোনেট। এই তিন শিল্পী প্রত্যেকেই ৭টি করে মনোনয়ন পেয়েছেন।
এছাড়াও প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন আইস স্পাইস। ‘সেরা নতুন শিল্পী’ এবং ‘সেরা র্যাপ গান’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি। নিকি মিনাজের সঙ্গে করা ‘বার্বি ওয়ার্ল্ড’-এর জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরটি আগামী ৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে বসার কথা রয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.