রেকর্ডের বরপুত্র মেসির আরেক কীর্তি

বিটিসি স্পোর্টস ডেস্ক: এরকম দর্শনীয় গোলের ক্ষেত্রে অনেক সময়ই গোলের উৎস লোকে মনে রাখে না। তবে লাউতারো মার্তিনেসের চোখধাঁধানো গোলটির ক্ষেত্রে সহায়তাকারীর নামটাও স্মরণীয় হয়ে থাকবে। সেটি তিনি লিওনেল মেসি বলেই শুধু নয়, এই গোলটি বানিয়ে দিয়েই যে দারুণ এক রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন জাদুকর!
মার্তিনেসের এই গোল দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার স্পর্শ করলেন মেসি। আগে থেকেই চূড়ায় থাকা ল্যান্ডন ডনোভান পেলেন একজন সঙ্গী।
বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মার্তিনেসের নান্দনিক ওই গোলেই পেরুকে হারায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে একজনকে এড়িয়ে বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকে যান মেসি। পরে তিন জনের মাঝ দিয়ে মাপা ক্রস বাড়ান আর্জেন্টাইন অধিনায়ক। শূন্যে অনেকটা লাফিয়ে বাঁ পায়ের অসাধারণ ভলিতে গোল করেন মার্তিনেস।
আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ৫৮ গোলে সহায়তা করলেন মেসি। ছুঁয়ে ফেললেন তিনি ল্যান্ডন ডনোভানকে।
যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ফুটবলারদের একজন ডনোভান ম্যাচ খেলেছিলেন ১৫৭টি। মেসি তার পাশে নাম লেখালেন ১৯১ ম্যাচ খেলে।
কেবল ১২৮ ম্যাচ খেলেই ৫৭টি গোলে সহায়তা করে চূড়ার খুব কাছেই আছেন নেইমার।
এই রেকর্ডের ক্ষেত্রে অবশ্য একটু ফাঁক আছে। আধুনিক যুগের আগে এরকম গোলে সহায়তা বা ম্যাচের নানা খুঁটিনাটি তথ্য সংরক্ষণ করা হতো না। অনেক ম্যাচের অনেক তথ্যই তাই অজানা। সংরক্ষিত পরিসংখ্যানগুলোর মধ্য থেকেই তাই রেকর্ডটি বিবেচনা করা হচ্ছে।
হাঙ্গেরির কিংবদন্তি ফেরেন্টস পুশকাশের ক্ষেত্রে যেমন, ৮৫ ম্যাচে তার ৮৪ গোলের অবিশ্বাস্য কীর্তির রেকর্ড সংরক্ষিতই আছে, পাশাপাশি তার অ্যাসিস্ট আনুষ্ঠানিকভাবে ধরে নেওয়া হয় ৫৩টি। তবে এই সংখ্যাটি একটু কম-বেশি হতে পারে বলেও উল্লেখ করা হয়।
সমসাময়িক আরেক কিংবদন্তি সান্দর কচিশের ৬৮ ম্যাচে ৭৫ গোল নিয়ে সংশয় নেই, তবে তার ৫০ অ্যাসিস্টের ক্ষেত্রেও বাস্তবতা পুশকাশের মতোই।
পেলের অ্যাসিস্ট ৪৭টি ধরা হলেও সেটিও নিখুঁত নয়।
বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে কেভিন ডে ব্রুইনের অ্যাসিস্ট ৪৯টি, ক্রিস্তিয়ানো রোনালদোর ৪৮টি। ৪০ অ্যাসিস্ট নিয়ে অবসরে গেছেন মেসুত ওজিল, ডেভিড বেকহ্যামের অ্যাসিস্ট ৩৬টি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.