রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার মামলায় আব্দুর রহিম (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার আব্দুর রউফের ছেলে। তার স্ত্রী ফাতেমা রূপগঞ্জের সুরিয়াব এলাকার মো. মোস্তফার মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ বিটিসি নিউজকে বলেন, রূপগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় ওই যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
মামলা সূত্রে জানা গেছে, রূপগঞ্জে মোস্তফা মিয়ার মেয়ে ফাতেমার (১৯) সঙ্গে আব্দুর রউফের ছেলে আব্দুর রহিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকাসহ ৯০ হাজার টাকার বিভিন্ন মালামাল যৌতুক হিসেবে দেন বাবা। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে বিভিন্ন অজুহাতে আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে আসামি। যৌতুকের টাকা না পেয়ে ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করতো।
২০১৮ সালের ৫ নভেম্বর টাকার জন্য ফাতেমাকে মারধর করে হত্যা করে। এরপর হত্যার ঘটনা নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে এই ঘটনায় নিহত ফাতেমার বাবা মোস্তফা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.