রুয়েটে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রোববার (২৯ জুন) বিকেলে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তর ও শারীরিক শিক্ষা কেন্দ্রের যৌ আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এর আগে তিনি বলেন শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ শিক্ষার্থীদেও মানসিক বিকাশে সহায়ক ভৃমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত রেজিষ্টার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্র কল্যান দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক মোঃ আব্দুল আল মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শারীরিক শিক্ষা ভিাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসাঃ রোকসানা বেগমসহ বিভিন্ন অনুষদেও ডিন, বিভাগীয় প্রধান,দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন আন্ত: বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার মোহাঃ মাহবুবুল আলম।
উল্লেখ্য, যে এবারের প্রতিযোগিতায় ১৪ বিভাগের শিক্ষার্থী অংশ গ্রহন করছে। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্টিত হয়।
প্রথম খেলায় মেকানিক্যাল ইঞ্জিনিঃয়ারিয় (এমই) বিভাগ বিল্ডিং ৮-০ গোলে ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগকে হারায়। দিনের অন্য খেলায় সিরামিক এন্ড মেটালার্জিকালৈ ইঞ্জিনিয়ারিং (সিএমই) ভিবাগ ৬-০ গোলে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে হারায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.