রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: ৩ ফেব্রুয়ারী বিকাল ৩ঃ০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। পবিত্র কোরআান থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।
সভার সভাপতি হাজী দেলোয়ার হোসেন সভায় আগত রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাবের পরিচালক জনাব সেলিম রাজা পিন্টু, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় তিনি সকলকে অবহিত করেন আগামী ১৩-১৬ ফেব্রুয়ারী ২০২৫ হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে ব্যাপকভাবে ফেয়ারের প্রচার প্রচারণা শুরু হয়েছে।
এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফলভাবে আয়োজন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১), মোহাম্মদ মোরশেদুল হাসান রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহাম্মদ, মোঃ মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করমি, মোঃ জাফর, হৃষিকেশ চৌধুরী, আশীষ রায় চৌধুরী, নূর মোহাম্মদ, আদিবুল হুদা, ওবায়দুল্লাহ খান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.