রিয়াল মাদ্রিদ ছাড়ছেন বেনজেমা
বিটিসি স্পোর্টস ডেস্ক: সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ থেকে প্রস্তাব পান রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেনজেমা। এরপর গুঞ্জন ওঠে রিয়ালের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন এই ফরাসি তারকা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যেই হলো। ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়ছেন বেনজেমা।
বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘রিয়াল মাদ্রিদ এবং আমাদের অধিনায়ক করিম বেনজেমা ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে তার উজ্জ্বল এবং অবিস্মরণীয় সময় শেষ করতে সম্মত হয়েছেন। রিয়াল মাদ্রিদে করিম বেনজেমার ক্যারিয়ার আচরণ ও পেশাদারিত্বের উদাহরণ এবং আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন।’
চলতি জুনে রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। তবে চুক্তির ধারা অনুযায়ী, আরও এক মৌসুম ক্লাবটিতে থাকতে পারতেন তিনি। রিয়াল মাদ্রিদ আরও এক মৌসুম বেনজেমাকে খেলাতে আগ্রহী ছিল। তবে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ থেকে লোভনীয় প্রস্তাব এড়াতে পারেননি বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩টি গোল করেছেন বেনজেমা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.