বিটিসি স্পোর্টস ডেস্ক:চলতি মৌসুমেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে বিপুল সম্ভাবনা নিয়ে রিয়ালে যোগ দিলেও ছন্দে নেই এই ফরাসি তারকা। ক্লাবটিতে এমবাপ্পের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত।
রিয়ালে এমবাপ্পের কোনো বন্ধু নেই বলেই মনে করেন পেতিত। নিজের বক্তব্যকে পোক্ত করতে জুডে বেলিংহ্যামকেও টানেন সাবেক এই ফরাসি ফুটবলার। গত সপ্তাহে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে হারের ম্যাচে টানেলে এমবাপ্পেকে বেলিংহ্যাম দৃশ্যত উপেক্ষাই করেছেন বলে মনে করেন তিনি।
২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে পরপর দুইবার ফ্রান্সকে ফাইনালে নেওয়ার নায়ক এমবাপ্পে এবার রিয়ালে যোগ দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে করেছেন মাত্র ১০ গোল। রিয়ালের হয়ে সবশেষ নেওয়া দুই পেনাল্টিই মিস করেছেন তিনি।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পেতিত বলেন, ‘আমার মনে হয় রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে খুব একা। আমি দেখেছি, জুডে বেলিংহ্যাম তাকে উপেক্ষা করেছেন এবং মনে হয় না ক্লাবটিতে তাকে কেউ সাহায্য করছে বা তার কোনো বন্ধু আছে।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমও চেপে ধরছে তাকে (এমবাপ্পেকে)। মনে হচ্ছে না প্যারিস বা স্পেনে তার বন্ধু আছে। ফুটবলের সবশেষ আন্তর্জাতিক বিরতিতে যা ঘটেছিল তার কারণে তিনি ফ্রান্সের এক নম্বর জনশত্রুতে পরিণত হয়েছেন। এই মৌসুমেও নিজের মান থেকে অনেক দূরে তিনি। আমি জানি সে (এমবাপ্পে) দশটি গোল করেছে, কিন্তু এটা শুধুই পরিসংখ্যান এবং সে নিজের মান অনুযায়ী খেলতে পারছে না।’
পেতিত আরও বলেন, ‘আমি যা মনে করি তাই বলি; যখন আমি তার (এমবাপ্পে) দিকে তাকাই তখন আমি অনুভব করি সে মাঠে ও মাঠের বাইরে খুবই বিমর্ষ। ফ্রান্সে থাকতে সে ছিল রাজার হালে। পিএসজি এবং ফ্রান্স দলে সে যা খুশি তা-ই করতে পারত। কিন্তু বিষয়গুলো আর আগের মতো নেই।’
যদিও শিগগিরই দুঃসময় কাটিয়ে ওঠার প্রত্যয় জানিয়েছেন এমবাপ্পে। বুধবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে হারের পর ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, ‘খারাপ ফলাফল। ম্যাচে একটি বড় ভুল যেখানে প্রতিটি বিবরণ গণনা করা হয়। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। এটি একটি কঠিন মুহূর্ত কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন করার এবং আমি কে তা দেখানোর এটাই সেরা সময়।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.