
ঢাকা প্রতিনিধি: বরগুনার রিফাত হত্যা মামলার অন্যতম আসামী আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাকে জামিন দেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গতকাল বুধবার( ২৯ আগস্ট) হাইকোর্টে অর্ধশতাধিক আইনজীবী রিফাত হত্যা মামলার অন্যতম আসামী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে শুনানিতে অংশ নেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বরগুনার রিফাত হত্যার আগে ও পরে ১৩ বার মামলার প্রধান আসামী নয়ন বন্ডের সঙ্গে কথা বলেছেন আয়শা সিদ্দিকামিন্নি। আর আসামিপক্ষের আইনজীবীর মতে ঘটনা যাই হোক জামিন পেতে আইনগত বাধা নেই।
পরে এক ঘণ্টা শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করে আদালত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.