রিকশাগুলোতে উঠলেন ভিনদেশি ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
প্রথম ও দ্বিতীয় ওয়ানডের মধ্যে বিরতি দুইদিনের। এর মধ্যে শুক্রবার অনুশীলনের আগে তারা চড়েন রিকশায়। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এই বাহন নিজেও চালান কেউ কেউ।
শুক্রবার দুপুরে ক্রিকেটারদের জন্য এই আয়োজন করা হয়। দুপুর দুইটার দিকে স্টেডিয়ামের দুই থেকে চার নম্বর গেট পর্যন্ত রিকশায় ঘুরানো হয় তাদের।
গ্যাবি লুইস-অ্যামি হান্টারদের অনেকেই সেলফি তুলে মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখেন।
এর আগেও বিসিবির এমন আয়োজন ছিল। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশ। তখন রিকশায় চড়ানো হয়েছিল অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে। এবার ফের দেখা গেল ভিন্ন আয়োজন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.