রাহুলকে ফেরালেন মেহেদি
বিটিসি স্পোর্টস ডেস্ক: লোকেশ রাহুলকে মিডউইকেটে শামিমের ক্যাচে পরিনত করে তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি ভাঙলেন মেহেদি হাসান। ৩৯ বলে ১৯ রান করেছেন রাহুল। শুবমান গিলের (৫৭ বলে ৪৭*) সাথে যোগ দিলেন ইশান কিষান। ভারত ১৯ ওভারে ৮১/৩।
প্রথম ওভারেই তানজিদের শিকার রোহিত
বল হাতে দারুণ শুরু পেল বাংলাদেশ। ভয়ঙ্কর রোহিত শর্মাকে প্রথম ওভারেই ফেরালেন তানজিম হাসান। কাভার পয়েন্টে ক্যাচ নেন এনামুল।
২৬৬ রানের লক্ষ্যে ভারত ২ ওভারে ১৩/১।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (তানজিদ ১৩, লিটন ০, এনামুল ৪, সাকিব ৮০, মিরাজ ১৩, হৃদয় ৫৪, শামিম ১, নাসুম ৪৪, মেহেদি ২৯*, তানজিম ১৪*; অতিরিক্ত ১৩; শামি ৮-১-৩২-২, ঠাকুর ১০-০-৬৫-৩, কৃষ্ণ ৯-০-৪৩-১, প্যাটেল ৯-০-৪৭-১, তিলক ৪-০-২১-০, জাদেজা ১০-১-৫৩-১)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.