রাসিক মেয়র লিটনের সাথে রেশম শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
রাসিক প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পরিকল্পিতভাবে চক্রান্ত করে রেশম শিল্পকে ধ্বংস করা হয়েছে। সবার সহযোগিতায় সার্বিক সমন্বয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বর্তমান অবস্থা থেকে উত্তোরণ হতে হবে।
সভায় বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ রেশম শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্বল্প সুদে ঋণ প্রদান, ব্যবসায়ীদের প্রণোদনা প্রদান, রেশম চত্বর প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে মেয়র খায়রুজ্জামান লিটনের সহযোগিতা কামনা করেন। এ সময় মেয়র সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আরিফ আহসান টিটো, সাজ্জাদ আলী, নিলুফা ইয়াসমিন, কোষাধ্যক্ষ নাজমুুল হক নান্টু, প্রচার সম্পাদক আঞ্জুমান আরা পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আরা বিউটি, দপ্তর সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
মতবিনিময় সভা শেষে রাসিক মেয়র লিটনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। #(প্রেস বিজ্ঞপ্তি )#
Comments are closed, but trackbacks and pingbacks are open.