রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

রাসিক প্রতিবেদকরাজশাহী সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম ডিজিটালাইজড করার লক্ষ্যে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। রাসিকের সচিব মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা খাতুন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউননবী (দুদু) ও রাজশাহী কলেজের অধ্যক্ষ মোঃ হবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ রেয়াজাত হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

বক্তব্য রাখতে গিয়ে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের সর্বশ্রেষ্ঠ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করতে সকল পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটারের জ্ঞান অর্জন করতে হবে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সরকারের লক্ষ্য অর্জনে সকলকে কাজ করতে হবে। প্রশিক্ষিত জ্ঞান অর্জনের ফলে নিজেরা যেমন সমৃদ্ধ হবে তেমনি পরিবার তথা সমাজ উপকৃত হবে। তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলকে আন্তরিকভাবে এ প্রশিক্ষণ সমাপ্ত করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষক আশিক হোসেন দিপু কোর্সের সার্বিক দিক তুলে ধরেন। ডাটা ক্রাফট সংস্থা কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এ প্রশিক্ষণ প্রদান করবে। প্রথম পর্যায়ে ৫০ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।#প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.