রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে কিয়েভ

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: খেরসনে বাঁধে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই রুশ বাহিনীর বিরুদ্ধে জোরালো হামলা শুরু করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, দখলকৃত পূর্বাঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তবে, কিয়েভের সেনাদের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি রাশিয়ার। পাল্টা জবাব দিতে, ইউক্রেনজুড়ে জোরালো মিসাইল হামলা চালিয়েছে পুতিন বাহিনীও।
বন্যা কবলিত খেরসনে আকস্মিক সফরে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বাঁধ ধ্বংসের জেরে সৃষ্ট মানবিক সংকট পর্যবেক্ষণে তিনি সশরীরে হাজির হন রুশ নিয়ন্ত্রিত এলাকাটিতে। এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধ ও কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। তবে, আকস্মিক বন্যায় সৃষ্ট ভয়াবহ এ সংকটে খেরসনবাসীর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হামলার আশঙ্কা। কিয়েভের দাবি, বন্যা কবলিতদের ওপরও হামলা চালাচ্ছে রুশ সেনারা। উদ্ধারকাজ বাঁধাগ্রস্ত করতেই তারা এ অপতৎপরতা চালাচ্ছে।
খেরসন সফরে গিয়ে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, খেরসনে যা হয়েছে তা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। পুতিনের নির্দেশেই এ নাশকতা ঘটানো হয়েছে। এখানকার পরিস্থিতি খুবই খারাপ। তারপরও থেমে নেই দখলদাররা। তারা আরও ভয়াবহ হামলা চালাতে চায়। দোনেৎস্কে প্রচণ্ড লড়াই চলছে। সেনাদের সাথে সবসময় যোগাযোগ রাখছি। তাভরিয়া, খোরতিতসিয়া এলাকায় মুখোমুখো যুদ্ধ চলছে। সেনাদের অগ্রগতিতে আমি সন্তুষ্ট, তাদের প্রতি কৃতজ্ঞতা।
এদিকে অব্যাহত আছে দুর্গতদের সরিয়ে নেয়ার অভিযান। কিন্তু, এলাকাটিতে পুঁতে রাখা মাইনের কারণে এ সময় বিপুল প্রাণহানি ঘটতে পারে, বলে আশঙ্কা রেডক্রসের। নোভা-কাখোভকা বাঁধ ভাঙায়, ইউক্রেনের কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলেও আশঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বাঁধে হামলা নিয়ে কথার লড়াইয়ের মধ্যেই, দোনেৎস্কে দখলকৃত এলাকা পুনরুদ্ধারে অভিযান জোরদার করেছে, ইউক্রেনীয় বাহিনী। অভিযানে বেশ অগ্রগতির দাবিও করেছে জেলেনস্কি প্রশাসন। তবে তাদের এ দাবি নাকচ করে, মস্কো বলছে, ইউক্রেনের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ইউক্রেনের হামলা সফলভাবে প্রতিহত করেছে আমাদের সেনারা। জাপোরিঝিয়াসহ বেশ কিছু এলাকায় রুশ ফ্রন্টলাইন ভাঙার চেষ্টা করেছিলো তারা। তবে কামান, অ্যান্টি ট্যাংক দিয়ে প্রতিরোধ হামলা পিছু হটে তারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ জুন) থেকে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর ছোড়া ছয়টি ক্রুজ মিসাইল এবং ১৬টি ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.