রাশিয়ার হামলায় মার্কিন নাগরিকসহ নিহত-১৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার (১৭ জুন) ভোরে রাশিয়ার বিমান হামলায় এক মার্কিন নাগরিকসহ ১৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।
মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, কিয়েভে রাশিয়ার হামলার সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকরা যে বাড়িতে ছিলেন, তার বিপরীতে একটি বাড়িতে ৬২ বছর বয়সী এক মার্কিন নাগরিক রুশ বিমান হামলায় নিহত হন। তিনি ছাড়াও আরও ১৪ জন নিহত হয়েছেন।
ক্লিটসকো আরও বলেন, রাশিয়ার ইউএভি এখনও তিনদিক থেকে শহরের দিকে এগিয়ে আসছে। ক্ষেপণাস্ত্রের হুমকিও রয়েছে। তিনি আশ্রয়স্থল ত্যাগ না করার পরামর্শ দেন।
কিয়েভ নগর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রাজধানী ‘বর্তমানে শত্রুদের সম্মিলিত আক্রমণের মুখে’। তিনি আরও বলেন, রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ, আন্দ্রি ইয়েরমাক, ‘কিয়েভের আবাসিক ভবনগুলোতে’ রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে টেলিগ্রামে বলেছেন, মস্কো ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে’।
মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও মস্কো ইউক্রেনের ওপর তার আক্রমণ অব্যাহত রেখেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.