বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের ওপর আগ্রাসন এবং রুশ কারাগারে পুতিন বিরোধী নেতা অ্যালেক্সা নাভালনির মৃত্যুর জেরে রাশিয়ার ওপর পাঁচ শতাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করলেন বাইডেন।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাইডেন বলেছেন, নাভালনিকে কারাগারে দণ্ড দেওয়া এবং যুদ্ধে জড়িত ব্যক্তির ওপর এসব নিষেধাজ্ঞা জারি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১০০ ফার্ম বা ব্যক্তির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের দেওয়া এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.