রাশিয়াকে সাহায্য করার জন্য তেলের দাম বাড়ানো হয়নি : যুবরাজ সালমান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাজার স্থিতিশীলতা রাখতে ওপেকের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করার কোনও উদ্দেশ্য ছিল না। মস্কোর জন্য তেলের দাম বাড়ানো হয়নি।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার যুবরাজ সালমান বলেন, ‘আমরা কেবল সরবরাহ এবং চাহিদা দেখি। সরবরাহের ঘাটতি থাকলে ওপেক প্লাস সেই ঘাটতি পূরণ করে। অতিরিক্ত সরবরাহ থাকলে বাজারের স্থিতিশীলতায় সে অনুযায়ী সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস।’
এদিকে অধিকৃত ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের কাছে বুধবার রাতভর ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বিমানবাহিনী।
বিবৃতিতে বলা হয়, কৃষ্ণ সাগর এবং ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডের ওপরে ১৯টি ইউক্রেনীয় মানববিহীন বিমান যান ধ্বংস করা হয়েছে। এ ছাড়া কুরস্ক, বেলগোরড এবং ওরিওল অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা বিমান বাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.