রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে গৃহবধূ নিহত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়ন পরিষদ ভবন ও ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নিহত শান্তা ইসলাম একই এলাকার শাকিল খানের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে আজ দুপুরে জুমার নামাজের সময় প্রতিপক্ষ সোহেল ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি ভবন ও ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে হামলা চালায়। এ সময় ৮/১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বাধা দিলে ইউপি চেয়ারম্যানের চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলামকে গুলি করে তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় শান্তা ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন রাজিব তাকে মৃত ঘোষণা করেন।
ডা. ইসমাইল হোসেন রাজিব বলেন, ‘দুপুর আড়াইটার দিকে মৃত অবস্থায় শান্তাকে নিয়ে আাসেন তার স্বজনরা। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য নরসিংদী নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেল একাধিক মামলার আসামি। এলাকায় মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। এসব ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে তার সঙ্গে দ্বন্ধ চলে আসছিল। এরই জেরে তিনি জুমার নামাজ চলাকালে ফাকা বাড়ি পেয়ে তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটনায়। এ সময় তাদের গুলিতে তার চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম মারা যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ মূহুর্তে সঠিকভাবে সব কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.