রাবির ২২সাংসদ নির্বাচিত

 

রাবি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর সাবেক শিক্ষার্থীর ভিতরে ২২জন সাংসদ নির্বাচিত হয়েছে।

মতিহারের ৭৫৩ একরের সবুজ চত্ত্বরে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয় আবার অন্যদিকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী তাদের পড়াশুনা শেষ করে দেশের বিভন্ন জায়গায় কর্মক্ষেত্রে চলে যায়। তারই পথ ধরে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভন্ন এলাকা থেকে রাবির সাবেক শিক্ষার্থীর ভিতরে ২২জন সাংসদ নির্বাচিত হয়েছে ।

সাংসদ সদস্যরা হল, শামসুল হক টুকু (পাবনা-১),শহীদুজ্জমান সরকার (নওগাঁ-২),ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২),নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫),বীর বাহাদুর উশৈ সিং (বান্দরবান), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), আয়েন উদ্দীন (রাজশাহী-৩), বীরেন শিকদার (মাগুরা-২),আহমেদ ফিরোজ কবির (পাবনা-২),হাবিবুর রহমান (বগুড়া-৫),শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), আব্দুল কুদ্দুস (নাটোর-৪),রেবেকা মমিন (নেত্রকোনা-৪),আব্দুল হাই (ঝিনাইদহ-১),শহীদুল ইসলাম বকুলল (নাটোর-১), পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪),শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), সেলিনা জাহান লিটা(সংরক্ষিত) (ঠাকুরগাঁও-৩), সেলিম আলতাফ জর্জ (কুষ্টিয়া-৪),আ ক ম সরওয়ার জাহান বাদশাহ (কুষ্টিয়া-১) ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.