রাবির ভর্তি পরীক্ষায় থাকছে না বিভাগ পরিবর্তনের সুযোগ

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় থাকছে না বিভাগ পরিবর্তনের সুযোগ। এ পরিবর্তনের ফলে আগের মতো শিক্ষার্থীরা নিজ ইউনিটের পাশাপাশি বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে আবেদন করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘এ’ ইউনিটে, ব্যবসার শিক্ষার্থীরা ‘বি’ এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা ‘সি’ ইউনিটে অংশ নিতে পারবে। এমনকি একজন শিক্ষার্থী কেবল একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

বিজ্ঞপ্তি অনুসারে, বিভাগ পরিবর্তনের আগের সুযোগ হারাতে হচ্ছে ব্যবসা ও বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের। বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যদি মানবিক বিভাগের ‘এ’ ইউনিটে আবেদন করেন তাহলে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদন করতে পারবেন না।

মানবিক বিভাগ থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূন্যতম ৩ পয়েন্ট করে মোট ৭.০০, বাণিজ্য বিভাগে সাড়ে তিন করে মোট ৭.৫ এবং বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৩.৫ করে মোট ৮ পয়েন্ট লাগবে।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বিটিসি নিউজকে বলেন, ‘বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে না, তা নয়। যারা বিভাগ পরিবর্তন করতে চাইবে তারা আবেদনের সময় বিষয়ের পছন্দক্রম দিবে। তবে পরীক্ষা দিতে হবে যে বিভাগ থেকে পাশ করে এসেছে সে অনুযায়ী। কিন্তু বিজ্ঞান বা বাণিজ্য পড়ে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পরীক্ষা দেওয়া যাবে না। যে বিভাগ থেকে পাশ করেছে সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে।’

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে। বুধবার (২৪জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়া আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.