রাবিতে নবজাগরন এর ‘কালচারাল ফেস্ট ফর ফ্রেশারস’ উদযাপন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন ফাউন্ডেশন এর নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা (কালচারাল ফেস্ট ফর ফ্রেশারস) উদযাপিত হয়েছে।
আগামীকাল বুধবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেই সংগঠনটি।
ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের শিক্ষক প্রফেসর ড.ছাদেকুল আরেফিন মাতিন, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষিকা ও রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড.রোকসানা বেগম,পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মনিমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনামুল ইসলাম তুহিন এসময় শুভেচ্ছা বক্তব্যে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড.ছাদেকুল আরেফিন মাতিন বলেন,নবজাগরণ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নবীনদের বরণ উপলক্ষে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে তা সত্যি অনেক চমকপ্রদ ‘।
নবজাগরণের অন্যতম আরেক উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মনিমুল হক বলেন,নবজাগরণ জন্মলগ্ন থেকেই নবীনবরণ উপলক্ষে এ ধরণের আয়োজন করে যা নবীনদের অনুপ্রণিত করে।
এ সম্পর্কে নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি এনামুল ইসলাম তুহিন বলেন,আমরা অনেক আনন্দিত নবীনদের জন্য এ আয়োজন করতে পেরে। আমাদের ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের একটা প্লাটফর্ম দিয়েছে এ অনুষ্ঠানের মাধ্যমে। একই সুরে সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, নবজাগরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠন এর শিক্ষানিকেতনের শিশুদের পারফরমেন্স সত্যি অনবদ্য। আমরা প্রতিবছরই নবীনদের স্বাগত জানায় এ ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে নবজাগরণ শিক্ষানিকেতন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো বিতরণ শুরু করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.