রাবিতে দুই দিনব্যাপি আনর্ত নাট্যমেলা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপি ব্যতিক্রমী নাট্যমেলা শেষ হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে মধ্য দিয়ে এ নাট্যমেলা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে ‘মঞ্চ অভিজ্ঞতা পর্দায় সহায় নাকি অন্তরায়’ শীর্ষক আনর্ত আড্ডা অনুষ্ঠিত হয়। নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুমনা সরকারের সঞ্চালনায় আড্ডায় নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, সালাউদ্দিন লাভলু, ঢাবি শিক্ষক রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, নাট্য ব্যক্তিত্ব মলয় ভৌমিক, আনর্ত’র সম্পাদক ও নাট্যকলা বিভাগের সভাপতি আতাউর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ‘সৌহার্দ্য বিনিময়: থিয়েটারের মানুষে-মানুষে’ শীর্ষক ‘আনতবৈঠক-১’ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ‘থিয়েটার করিয়া কী হইবে- যদি কিছু হয় তবে চাই স্বতন্ত্র মন্ত্রণালয়’ শীর্ষক ‘আনর্তবৈঠক-৩’ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত ‘নটর্নটীর ভূমিনীতি : অন্যরকম গানের আসর’ এবং সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মেলাচত্ত্বরে অনির্ধারিত আড্ডা ‘চায়ের সাথে টা’ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঢাকার ‘মহড়া’ নাট্যদলের পরিবেশনায় এবং মেদেহী তানজীরের নির্দেশনায় নাটক ‘বেহুলা, আমি ও সতীত্ব’ প্রদর্শিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টা রাত ৯টা পর্যন্ত নওগাঁর সাইদুলের দলের পরিবেশনায় কেচ্ছানাট্য ‘বেলাবতী কইন্যা’ প্রদর্শিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.