রাবিতে চিরকুমার সভার মহাসম্মেলন 

রাবি প্রতিনিধি: “প্রলোভন দেখাবেন না, আমারা চিরকুমার” এই প্রতিপাদ্যে ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিরকুমার সভার মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় চিরকুমার চত্ত্বর শহীদুল্লাহ্ কলা ভবন প্রাঙ্গন থেকে একটি বিশাল মিছিলের মাধ্যমে মহাসম্মেলনটি শুরু হয়।
“একটা একটা কাপল ধর, ধরে ধরে সিংগেল কর” স্লোগানে মিছিলটি শুরু হয। তাদের এই সভার মূল উদ্দেশ্য হলো শারীরিক ভাবে চিরকুমার না থাকতে পারলেও মানসিক ভাবে তারা সারা জীবন কুমার থাকতে চাই।
চিরকুমার সভার সভাপতি হাসান রেজা বলেন, “হয়তো ভবিষ্যতে রাষ্ট্রের প্রয়োজনে, বৃহত্তর সমাজ ব্যবস্থার কল্যানে, মানব সভ্যতা টিকিয়ে রাখার কথা চিন্তা করে আমাকে আমার এই বাহ্যিক কুমারত্বের মহান ব্রতকে জলাঞ্জলি দিতে হতে পারে, হয়তো আমাকে বিবাহ নামক ওই অতল মহাসমুদ্রে ডুব দিতে হতে পারে, কিন্ত আমি আজ আপনাদের সাক্ষি রেখে বলতে চাই, এই পৃথিবী আমার শারিরীক কুমারত্ব ছিনিয়ে নিলেও মানসিক কুমারত্ব নিতে পারবেনা।
আমি আমার মানসিক কুমারত্ব জীবন দিয়ে হলেও রক্ষা করবো, আমার  গুরুর পথ অনুসরণ করে আমি আজীবন মনস্তাত্ত্বিক ভাবে চীরকুমার থেকে যাবো।
সভার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন বলেন, “যদিও সাংগঠনিক কাজকর্মের জন্য আমাকে কখনো সিনেট ভবন, কখনো তুঁতবাগান আবার কখনো সন্ধার পর পশ্চিম পাড়ায় যেতে হয়েছে, তথাপি আমি আমার এই চিরকুমারত্বের মহান ব্রতের সাথে এক চূল পরিমান আপোষ করিনাই।”
এছাড়াও সম্মেলনে উপস্তিত ছিলেন সভার সকল সংগ্রামী সদস্য এবং নেতৃবৃন্দরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: তানভীর তুষার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.