রাফিনিয়ার হ্যাটট্রিকে ভায়াদোলিদের জালে বার্সার ৭ গোল

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: লা লিগায় এবারের আসরে দুর্দান্ত সূচনা পেয়েছে বার্সেলোনা। ৪ ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে কাতালানরা। নিজেদের চতুর্থ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
শনিবার (৩১ আগস্ট) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের ২০ মিনিটে বার্সাকে লিড এনে দেন রাফিনিয়া। এর ৪ মিনিট পরেই দ্বিতীয় লিড এনে দেন লেভানডফস্কি। এরপর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ফরাসি ডিফেন্ডার কুন্দের গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ ও ৭২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। ৫ গোলের লিড পায় বার্সা। এরপর ৮২ মিনিটে ওলমো ও ৮৫ মিনিটে তোরেস গোল করেন। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.