রানীশংকৈলে সাজাপ্রাপ্ত আসামী ‘মাদক ব্যবসায়ী মুনসুর’ গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রানীশংকৈলের দীর্ঘ ৩০ বছরের ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত সাজা প্রাপ্ত আসামী কুখ্যাত মুনসুর আজ ২০ এপ্রিল (শনিবার ) দুপরে রানীশংকৈল পুলিশের হাতে আটক হয়েছে। থানা সূত্রে জানা গেছে, মুনসুর বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে আসলে থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনা স্থলে তাকে গ্রেফতার করে।
রানীশংকৈল থানার এস,আই,আহসান হাবিব জানান, আটক মুনসুর আলী (৪৮) রানীশংকৈলের ভান্ডারা গ্রামের কুরবান আলীর ছেলে। রানীশংকৈল থানায়-মামলা নং-৪,তারিখঃ ০৮-০৭-২০০৯ খ্রিঃ (সাজাপ্রাপ্ত আসামী)। রানীশংকৈল থানা অফিসার ইন্চার্জ আব্দূল মান্নান দীর্ঘ দিনের ‘কুখ্যত মাদক ব্যবসায়ী’ মুনসুরের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.