রানীনগরে রহিদুল আলমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে এলাকাবসীর মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে রহিদুল আলমের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবসী।

গতকাল রবিবার বিকেলে উপজেলার ভাটকৈ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন মল্লিক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মিঠু, মহিলা মেম্বার তমিনা বেগম, সিরাজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার উদ্যেশে রহিদুল আলমের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আগামী ১৫ দিনের মধ্যে হামলার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারী সকালে উপজেলার ভাটকৈ বাজারের দক্ষিণে পার্শ্বে একটি বিবাদমান পুকুর পাড়ে জোর পূর্বক একই গ্রামের শাহাজান আলী, রাজু ও হিরা সহ কয়েকজন বাঁশের খুঁটি পুতে ঘর নির্মাণ করছিলেন। এ সময় রহিদুল আলম ও তার ছেলে রবিন সেখানে গিয়ে তাদেরকে ঘর নির্মানে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাজান আলী ও তার লোকজনের হামলায় রহিদুল আলম গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপূর্ণ বলে জানা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.