রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) স্থানীয় সরকার দিবস পালনে র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক কামরুল জাম্মান কামুসহ ইউনিয়ন পরিষদের সচিব,গ্রাম পুলিশ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
অপরদিকে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ সভা কক্ষে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত কর্মশালা অনূষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.