রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হুদা (৫৮) কে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ভরনিয়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের একটি চৌকসদল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত- নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।
রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদাকে গ্রেফতার করে। আসামীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.