রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত (বিএসসি শিক্ষক) নুরুল ইসলাম পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন।
শুক্রবার ১৭ নভেম্বর) আনুমানিক সকাল ৯ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ১পুত্র ২কন্যা সন্তান,অসংখ্য শিক্ষার্থী সহ গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন বিকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের গ্রামের বাড়ি পীরগঞ্জ খামার নারায়নপুর নিজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাণীশংকৈলের রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক ব্যক্তি সহ তার সময় কালের ছাত্র-ছাত্রীরা। মরহুমের জানাযা পড়ান আবাদ তাকিয়া কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ্ হীল বাকী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.