মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৯ম শ্রেণির ছাত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় পাঁচ জনের নামে মামলা করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকালে রাজৈর থানায় মামলাটি করেন ভুক্তভোগী মেয়েটির বাবা। এই ঘটনায় অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে প্রধান অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন- রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের বড়খোলা গ্রামের কিংকর রায়ের ছেলে দিগন্ত রায় (১৫) এবং একই গ্রামের প্রহলাদ বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (১৫)।
মামলার এজাহারে বলা হয়, বেশ কিছুদিন ধরে রাজৈরের আড়ুয়াকান্দি নটাখোলা বড়খোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে আলাদাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই শ্রেণির দিগন্ত রায় ও জয় বিশ্বাস। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে দিগন্ত ও জয়। রোববার সকালে ছোট ভাইয়ের সঙ্গে হেঁটে বিদ্যালয়ে আসছিল ওই শিক্ষার্থী। বিদ্যালয়ের কাছে আসলে ইজিবাইকে আসা দিগন্ত ও জয়ের সহযোগীরা তাকে মারধর করে। একপর্যায়ে সঙ্গে থাকা পেট্রোল মেয়েটির শরীরে ঢেলে দেয়। এ সময় এলাকা ত্যাগের হুমকিও দেয়া হয়। পরে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে বখাটেরা।
ভাইবোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ১৫ বছরের মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীর পরিবার থেকে মামলা করলে দুজনকে নিজবাড়ি থেকে সোমবার সকালে গ্রেফতার করে পুলিশ। পরে পাঠানো হয় আদালতে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ৯ম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে যে কাজটি করা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড হয়েছে। মামলায় দুইজনের নামসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিনজনকে। এই ঘটনার মূল অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.