বিটিসি স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সিকান্দার রাজা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতিয়েছিলেন জিম্বাবুয়েকে। কিন্তু সে ম্যাচে বাজে আচরণও করেছিলেন।
আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন। যার শাস্তি পেতে হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ককে। দুই ম্যাচের জন্য আইসিসি তাকে নিষিদ্ধ করেছে। আর তাই আজকের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। অধিনায়কহীন জিম্বাবুয়ে জিততেও পারেনি।
আয়ারল্যান্ডের আমন্ত্রণে হারারেতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে। ক্লাইভ মাদান্দের অপরাজিত ৪৪ রানে ৫ উইকেটে ১৬৫ করে তারা। জবাবে ৫৪ রানে ৩ উইকেট হারালেও হ্যারি টেক্টরের ৩৮ বলে ৪৮ ও কার্টিস ক্যাম্ফারের ২৪ বলে ৩৭ রানে জয়ের পথে হাটতে থাকে আয়ারল্যান্ড।
জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ারের দৃঢ়তায় ১৯ ওভার শেষে আইরিশদের স্কোর দাড়ায় ১৫৯/৬। জঙ্গির করা শেষ ওভারের প্রথম বলে অ্যাডায়ার আউট হয়ে যান। তৃতীয় বলে ডকরেল ক্যাচ দিলেও তা ধরে রাখতে পারেননি মারুমানি। পরের বলেই চার মেরে ম্যাচ জিতিয়ে দেন সেই ডকরেল।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালে আয়ারল্যান্ড। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.