রাজস্থানে পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ আগুন, নিহত-৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও সিএনজি ট্যাংকারের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন।
বর্তমানে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 
প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ট্রাকটি অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়, সেটি রাসায়নিক বোঝাই ছিল।
ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আগুনটি বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ ও আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ 
হতাহতদের দেখতে এরইমধ্যে হাসপাতালে পৌঁছেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.