নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার পর্যন্ত রাজশাহীর ছয়টি আসনের মোট ৫৯ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আজ বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জনের জমা দেবার খবর পাওয়া গেছে।
আজ বুধবার শেষদিনে মনোনয়নপত্র জমা দিতে সকাল থেকেই প্রার্থী এবং তাদের সমর্থকদের ঢল নামে রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে।
রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, আজ বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির অ্যাডভোকেট শফিকুল হক মিলন উৎসবমুখর পরিবেশে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা কর্মী বৃন্দ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.