রাজশাহী স্টেডিয়াম ব্যবসায়ী সমিতি ও চেম্বারের যৌথ সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামটি রাজশাহীর একটি ক্রীড়া উন্নয়ন মুলক প্রতিষ্ঠান এটি দেখভাল করার দায়িত্ব আমার আপনার সকলের কারন এই মাঠে আমাদের ছেলেমেয়েরা নিয়মিত অনুশিলন ও ক্রীড়ায় অংশ গ্রহন করে থাকে ও জাতীয় আর্ন্তজাতিক পর্যায়ের খেলায় অংশ গ্রহন করে।
এছাড়াও তিনি বলেন স্টেডিয়াম রক্ষানো বেক্ষন ও জাতীয় আর্ন্তজাতিক খেলা আয়োজনের জন্য চাই জঞ্জালমুক্ত স্টেডিয়াম তাই স্টেডিয়ামের আশেপাশের সকল অবৈধ্য স্থাপনা সরিয়ে নিতে হবে তবেই একটি সুন্দর স্টেডিয়ামে রুপান্তারিত হবে। আপনারা দেখেছেন ও জানেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চারিদিক দিয়ে বিভিন্ন ধরনের গাড়িঘোড়া অবাধে চলাচল করে কাজেই ওই ধরনের চলাচলের রাস্তার জন্য স্টেডিয়ামের চারিদিক উন্মুক্ত করে রাখতে হবে।
এ বিষয়ে তিনি সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। বর্তমানে সংস্থার দোকানভাড়া ছাড়া আয়ের উৎস নাই কাজেই খেলাধুলা চালাতে হলে আইযের উৎস বাড়াতে হবে। বিভিন্ন দেশের মানুষ যেমন গ্রীনসিটি হিসেবে রাজশাহীর সুনাম করে ঠিক তেমনিভাবে স্টেডিযামটির সুনাম করে সে দিকে নজর রাখতে হবে। এই সুনামের পিছনে নব-নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন একমাত্র রুপকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব পরিবারের সন্তান তাই তিনি ক্রীড়া উন্নয়নে সকল স্তরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সহযোগিতা করে আসছেন।
দীর্ঘক্ষন সন্তোসজনক আলোচনান্তে একমত পোষন করায় স্টেডিয়ামের দোকান ভাড়া ১ হাজার টাকার স্থালে ৭ শত ৫০ টাকা নির্ধারণ করা হল এবং প্রতি তিন বছর অন্তর অন্তর ১৫% হারে দোকানভাড়া বর্ধিকরার বিষয়টি উভয় পক্ষকে মেনে চলার জন্য আহবান জানান ও আগামী (২৮ সেপেপ্টম্বর) বৃহস্প্রতিবার বেলা ১১.৩০ মিনিটে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন ও মতবিনিময় করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।
বৃহস্প্রতিবার (২১ সেপ্টেম্বর) চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাকক্ষে বেলা ১২টায় অনষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্ সময় চেম্বারের পরিচালকবৃন্দ যথাক্রমে আব্দুল আওয়াল খান চৌধুরী, মোঃ সুলতান মাহমুদ, মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল আমি, রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ আসাদুজ্জামান রবি,মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক ও এস এম আইয়ুব, ব্যবসায়ী সমিতির সভাপতি কালিপদ সাহা, সাধারন সম্পাদক আব্দুস সাত্তারসহ নেতৃবৃন্দ ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেলসহ অন্য সদস্যগন বক্তব্য দেন।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নাজমীর আহমেদ, ব্যবসায়ী সমিতির সদস্য শেখ মোঃ রেজাউর রহমান, জান্তাতুল ফেরদৌস শওকত, আলহাজ্ব জয়নাল আবেদিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.