রাজশাহী সীমান্তে মালিকবিহীন ভারতীয় গরু আটক
বিজিবি প্রতিবেদক: আজ ১৪ মে ২০১৯ তারিখ আনুমানিক ০৮৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নায়েক মোঃ ইউনুছ আলী এর সাথে ০৩ জনের একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার নম্বর-৬৮/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর ৬৯৭৮৮৯ মানচিত্র ৭৮ডি/১১) রাজশাহী জেলার চারঘাট থানাধীন পদ্মা নদীরচর নামক এলাকা হতে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ০১ টি ভারতীয় বাছুর গরু আটক করা হয়। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
আটককৃত ভারতীয় গরু নিয়ম অনুযায়ী রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মুখপাত্র মোহাম্মদ তাজুল ইসলাম, এসজিপি অধিনায়ক এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.