প্রেস বিজ্ঞপ্তি: গত ২৩/১১/২০২৩ খ্রি. তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৩৯জন ওয়ার্ড কাউন্সিলর।
আজ রবিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৯টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর।
বিবৃতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ বলেন, ‘ওয়ার্ড পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা প্রদান এবং নাগরিকদের বিভিন্ন অভিযোগ/সমস্যা শালিস বৈঠকের মাধ্যমে সামাজিকভাবে আপোস-মীমাংসা/নিষ্পত্তি করে থাকেন ওয়ার্ড কাউন্সিলররা।
এরপর উক্ত আপোস-মীমাংসাকে কেন্দ্র করে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এটি কোনভাবেই কাম্য নয়। আমরা মনে করি পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। একজন জনপ্রতিনিধির উপর ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই হামলার ঘটনা যথাযথভাবে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ’
Comments are closed, but trackbacks and pingbacks are open.