প্রেস বিজ্ঞপ্তি: ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যকে সামসে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন হতে আনন্দ র্যালী বের করা হয়। র্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে পুনরায় নগরভবনে এসে শেষ হয়। র্যালী শেষে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মসূচির মধ্যে আরো ছিল ২৭ ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী বকেয়া হোল্ডিং ট্যাক্সের সারচার্জ মওকুফ, সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে ওভারহেডে এবং সিন্ডবি চত্বরে সরকার ও সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র প্রদর্শনী ইত্যাদি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.